বাংলাদেশের ধর্মীয় আচার-ব্যবস্থা | Religion Rituals in Bangladesh





বাংলাদেশ প্রায় ১৮ কোটি জনগণের দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ বসবাস করে। এর মধ্যে ৮৮ ভাগ মুসলিম, ১৩ ভাগ হিন্দু, এক ভাগেরও কম খ্রিস্টান এবং অন্যন্ন ধর্মের মানুষ বসবাস করে থাকে। যদিও বাংলাদেশ মুসলিম প্রধান দেশ তথাপিও এখানে সকল ধর্মের লোকেরা মিলেমিসে বসবাস করে। সবার মাঝে একটা সম্প্রিতি-সুল্ভ ব্যবহার পরিলক্ষিত হয়। 

বেশিভাগ মুসলিমরা সুন্নি আকিদা অনুসরন করে থাকে এবং কিছু সিয়া সম্প্রদায়ের অনুসারিদেরও লক্ষ করা যায়। মুসলিমরা প্রতিদিন তাদের ধর্মীও নিয়ম কানুন যেমন (নামাজ, রোজা, হজ্জ, যাকাট) পালন করে থাকে। তাদের সবচেয়ে বড় ধর্মীও অনুষ্ঠান ঈদুল ফিতর এবং ঈদুল আজাহা উদযাপন করে থাকে। মুসলমানদের ধর্ম গ্রন্থের নাম আল কুরআন।


হিন্দু বা সনাতন ধর্ম্যালম্বিদের সবচেয়ে বড় অনুষ্ঠানের মধ্যে রয়েছে দুর্গাপূজা, স্বরসতী পূজা অন্যতম। এছাড়াও অন্যন্ন অনুষ্ঠান তারা পালন করে থাকে। তাদের ধর্ম গ্রন্থের মধ্যে রয়েছে বেদ, গীতা, মহাভারত, রামায়ন, উপনিষদ ইত্যাদি।


খ্রিস্টানদের ধর্মীও অনুষ্ঠানের মধ্যে অন্নতম বড়দিন, স্টার সানডে, স্টার ফ্রাইডে অন্নতম। তাদের ধর্ম গ্রান্থের নাম বাইবেল।


বৌদ্ধ ধর্ম্যা লম্বিদের সংখ্যা বাংলাদেশে অনেক কম। তাদের ধর্ম গ্রন্থে নাম ত্রিপিটক। এই তিনটি পিটক হচ্ছে বিনয় পিটিক, সূত্র পিটিক ও অভিধর্ম পিটিক। বৌদ্ধদের ধর্মীয় উৎসবের মধ্যে বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা অন্নতম। 

No comments

Powered by Blogger.