ফাইনাল থেকে বাংলাদেশ দলের বিদায় | Bangladesh Quit form Final




গোলকিফারের ভূলেই বাংলাদেশ দলের হার


সাফ ফুটবল চ্যাম্পিয়ান টুনামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাটিতে না জিততে পারার আক্ষেপটা বাফুফের দীর্ঘ দিনের হয়ে থাকল। অথচ শেষ চারে খেলার জন্য কত সহজ সমীকরন ছিন তাদের জন্ন্য। শুধু মাত্র ড্র করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল, কিন্তু তারা সেটি করতে পারল না। ৩২ মিনিটে গোলরক্ষক সোহেলের হাস্যকর ভূলের মাশুল দিতে হল পুরো দলকেই। বাংলাদেশ পুরো ম্যাচে গোল তো করতেই পারল না উল্টো ৯০ মিনিটে আরেকটা গোল হজম করল। এতে গোলরক্ষক সোহেলের সমালোচনা করা হয়ে ছিল, এক সহজ একটা সর্ট কেন ধরতে পারলেন না বলে। বাংলাদেশের দর্শকদের আবেগ-অনুভূতিকে ধূলায় মিশিয়ে দিয়ে বিদায় নিল স্বাগতিকরা। 

No comments

Powered by Blogger.