আলিবাবা কে জ্যাকমা'র বিদায় Jack Ma quit from Alibaba
আলিবাবা কে জ্যাকমা'র বিদায় Jack Ma quit from Alibaba
বিশ্ব বিখ্যাত ই-কমার্স সাইট আলিবাবা'র প্রতিষ্ঠাতা জ্যাক মা সম্প্রতি তাঁর নিজের প্রতিষ্ঠান থেকে চেয়ারম্যানের দায়িত্ব চেড়ে দিবেন বলে ঘোষনা করেন । নতুন দায়িত্ব বুজিয়ে দিবেন তাঁরই প্রতিষ্ঠানের সিইও দ্যানিয়েল জ্যাং কে।
প্রতিষ্ঠানের বোর্ড অব মেম্বার হিসেবে ২০২০ সাল পর্যন্ত থাকা থাকতে পারবেন বলে জানা যায়। মা বিশ্বাস করেন আলিবাবার এখন যথেষ্ঠ দক্ষতা রয়েছে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মা তাঁর বিবৃতি তে বলেন, তিনি আলিবাব থেকে অবসর নিচ্ছেন না, তিনি প্রতিষ্ঠানটির সহ-পার্টনার হিসেবে থাকবেন। এছাড়াও তিনি তাঁর অন্যান্ন প্রতিষ্ঠান গুলোর যেমন আলিবাবা প্রোবারটি রিলিফ ফান্ড, পাবলিক ওয়েলফার ফান্ড এবং জতিসংঘের আর্থিক উন্নয়ন দূত হিসাবে দায়িত্ব পালন করবেন।
No comments