এখনও ষ্টেজ কাঁপিয়ে বেড়াচ্ছেন যারা
বয়স চল্লিশ ছুঁলেই কেমন যেন বুড়িয়ে যায় দেহ। সঙ্গে কণ্ঠটাও। কিন্তু কই? তাঁদের তো তেমন হলো না। এখনো যেন মনে হয় ষোড়শীর কণ্ঠে সুর বাজে। নইলে কি আর মঞ্চ মাতে! ক্যারিয়ারটা ধুপ করে পড়ে যাওয়ার ভয় নেই তাঁদের। দেখে মনে হয়, তাঁরা আরও আত্মবিশ্বাসী, আরও প্রত্যয়ী। মাত্র যেন শুরু। এমনভাবেই গড়ে উঠেছেন চল্লিশোর্ধ্ব গায়িকারা। ম্যাডোনা থেকে শুরু করে হালের শাকিরা, বয়স তাঁদের চল্লিশের ওপরে। বিশ্বাস করুন আর না-ই করুন। তবু তাঁরা এখনো হাজার হাজার দর্শক-শ্রোতার সামনে মঞ্চ মাতিয়ে ঘরে ফেরেন। সঙ্গে থাকে করতালি আর ভালোবাসা। তাদের মধ্যে আছেন শাকিরা,মারায়া ক্যারি, জেনিফার লোপেজ, সেলিন ডিওন, শানায়া টোয়েইন ও ম্যাডোনা।
No comments